ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক স্পর্শিয়া

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এবার জমে উঠেছে নতুন চমকে। কাবিলা, হাবু, পাসাদের ব্যাচেলর ফ্ল্যাটে নেহালের সঙ্গে এবার দেখা মিলছে জাকিরেরও। এরই মাঝে সিরিয়ালে যুক্ত হচ্ছেন আরও এক নতুন মুখ—অর্চিতা স্পর্শিয়া

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক স্পর্শিয়া

কয়েকদিন আগে নির্মাতা নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে রহস্যের ইঙ্গিত দিয়েছিলেন। সেই পোস্টে মুখ দেখা না গেলেও বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসিয়াল পোস্টারের মাধ্যমে তিনি জানিয়ে দেন—সিজন ফাইভের বড় চমক হচ্ছেন স্পর্শিয়া।

গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় স্পর্শিয়া বলেন,
“কয়েক বছর ধরে সিরিয়াস কাজ বেশি করেছি। তাই চাইছিলাম একটু কালারফুল, ফান বা কমেডি জনরায় কাজ করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে কল পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। সিরিয়ালটি তো নিজেই একটি ব্র্যান্ড।”

পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে তিনি বলেন,
“অমি ভাইয়ের সঙ্গে আগে কখনো কাজ হয়নি। তিনি অত্যন্ত মেধাবী নির্মাতা। ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করা সব শিল্পীরই ইচ্ছা থাকে। আশা করছি, আমাদের এই কোলাবরেশনে দুর্দান্ত কিছু হবে।”

নতুন চরিত্র নিয়ে নির্মাতা কাজল আরেফিন বলেন,
“‘ব্যাচেলর পয়েন্ট’-এ সাধারণত পুরুষ চরিত্রই বেশি থাকে। তবে আগের সিজনগুলোতে যেসব নারী চরিত্র এসেছে, দর্শক সেগুলো খুব পছন্দ করেছেন। গল্পের প্রয়োজনে এবার নতুন নারী চরিত্র প্রয়োজন মনে হয়েছে, তাই সিজন ফাইভে স্পর্শিয়াকে যুক্ত করেছি।”

এই সিজনে অভিনয় করছেন—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে। সিরিয়ালটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে, আর পরবর্তীতে চ্যানেল আইবুম ফিল্মস ইউটিউবে দেখা যাচ্ছে। 

আরও পড়ুন: ঋতু পরিবর্তনের এই সময়ে কেন খাবেন কমলা? জেনে নিন এর অসাধারণ উপকারিতা

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال