তিলোত্তমার কণ্ঠে বাবার প্রিয় গান ‘দুঃখ ভালোবেসে’

 প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের স্মৃতিকে সামনে রেখে ‘জন্ম থেকে জ্বলছি’ ছবির জনপ্রিয় গান ‘দুঃখ ভালোবেসে’ নতুনভাবে গেয়েছেন তাঁর মেয়ে ও সংগীতশিল্পী তাহ্‌সিন ফারজানা তিলোত্তমা। সিলন টি–এর আয়োজনে ‘মহানায়কের গান’–এর দ্বিতীয় মৌসুমে প্রকাশিত হয়েছে এই গানটি। গত বৃহস্পতিবার গানটি প্রকাশের পর এক দিনের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ৪৫ হাজারের বেশি বার।

তিলোত্তমার কণ্ঠে বাবার প্রিয় গান ‘দুঃখ ভালোবেসে’

তিলোত্তমা জানান, গানটি তাঁর বাবার বিশেষ প্রিয় ছিল। বাবার স্মৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তিনি গানটি নতুনভাবে গেয়েছেন।

আমজাদ হোসেন পরিচালিত আশির দশকের চলচ্চিত্র জন্ম থেকে জ্বলছি–এর এই গানটি লিখেছেন পরিচালক নিজেই। আলাউদ্দিন আলীর সুরে এর মূল কণ্ঠশিল্পী ছিলেন সাবিনা ইয়াসমীন।

‘মহানায়কের গান’-এর দ্বিতীয় মৌসুমে বুলবুল আহমেদ অভিনীত সিনেমার মোট ছয়টি গান রাখা হয়েছে। এর আগে প্রকাশিত হয়েছে ‘দুটি মন’ এবং ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’।
২০১৩ সালে ‘মহানায়কের গান’ নামে প্রথম একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন তিলোত্তমা। এরপর সিলন টি–এর নজরে আসে প্রকল্পটি এবং ২০২৩ সালে প্রকাশিত হয় এর প্রথম মৌসুম।

গান গাওয়ায় পারিবারিক অনুপ্রেরণা পেলেও তিলোত্তমা মূলত শখের গায়ক। তিনি পুরোনো বাংলা গান ও গজল গেয়ে থাকেন এবং পেশায় একজন আইনজীবী।

আরও পড়ুন: ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক স্পর্শিয়া

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال